রোববার (১১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় দ্বিতীয় পর্যায়ের গৃহ নির্মাণের জন্য মাটি ভরাট কাজ উদ্বোধন ও ধান কাটার মেশিন, বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনকসাইর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। এ সময় মন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। তিনি বলেন, 'বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে'। চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ-উল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, এম জি হাক্কানি প্রমুখ।