8194460 আইএসের হামলায় পাঁচ নাইজেরিয়ান সেনা নিহত - OrthosSongbad Archive

আইএসের হামলায় পাঁচ নাইজেরিয়ান সেনা নিহত

আইএসের হামলায় পাঁচ নাইজেরিয়ান সেনা নিহত
নাইজেরিয়ায় আইএস-জোটের জিহাদিদের হামলায় দেশটির পাঁচ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরও চার সেনা আহত ও বেশ ক’জন নিখোঁজ রয়েছে।

উত্তর-পূর্ব নাইজেরিয়ার বোর্নো প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি'র বরাতে জানা যায়, শুক্রবার পশ্চিম আফ্রিকান প্রদেশের ইসলামিক স্টেট (আইএসডব্লিওএপি) যোদ্ধারা এক বন্দুকযুদ্ধের পরে আঞ্চলিক জেলা বিউ’র ৩৫ কিলোমিটার (২২ মাইল) দূরে কামুয়া গ্রামের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে সৈন্যদের স্থানচ্যুত করেছে।

দেশটির এক সেনা কর্মকর্তা এএফপিকে জানান, বিদ্রোহীরা সৈন্যদেরকে ছত্রভঙ্গ করতে বাধ্য করে। তিনি সমান সংখ্যক হতাহতের উল্লেখ করেন।

তিনি আরো জানান, ‘এ পর্যন্ত ৪১ সেনা ফিরে এসেছে এবং ৫৮ জন নিখোঁজ রয়েছে এবং তবে তারা ওই হামলা থেকে বেঁচে গেছেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ সৈন্যদের খুঁজে বের করায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

১২ বছরের জিহাদি সংঘর্ষে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ৩৬ হাজার মানুষ মারা গেছে এবং প্রায় ২ কোটি মানুষ তাদের ভিটেবাড়ি থেকে উৎখাত হয়েছে। প্রতিবেশী নাইজার, চাদ এবং ক্যামেরুনেও সহিংসতা ছড়িয়ে পড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না