রোববার (১৮ এপ্রিল) এসব সহিংসতার সর্বশেষ ঘটনাটি ঘটেছে লুইসিয়ানায়। কেএসএলএ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
লুইসিয়ানার শ্রেভেপোর্ট শহরে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। হাসপাতালে ভর্তিদের প্রকৃত সংখ্যা বা তাদের অবস্থা কেমন তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
কেএসএলএ জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ওকসনার্স এলএসইউ হেলথ স্থানীয় অন্যান্য হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আজ সন্ধ্যায় রাস্তায় একটি যানজটের খবর আমরা পাই। ওই যানজটের সময় একাধিক গুলির শব্দ শোনা গেছে।’
স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় একজন মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্যরা একাধিকবার গুলিবিদ্ধ হয়েছেন।
শ্রেভেপোর্টে ঘটনাস্থলে পুলিশের কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়েছে।
রোববার টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গোলাগুলিতে তিনজন মারা গেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রশাসন এক সাবেক পুলিশ কর্মকর্তাকে খুঁজছে। এছাড়া আরেক ঘটনায়, রোববার প্রথম প্রহরে উইকনসিনের কেনোশা কাউন্টিতে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত ও দু’জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ইন্ডিয়ানাপোলিসে ফেডএক্সের একটি অফিসে বন্দুকধারীর গুলিতে আটজনের নিহত হওয়ার মধ্যেই রোববার এই সহিংসতার ঘটনা ঘটলো। গত এক মাসে যুক্তরাষ্ট্রে অন্তত সাতটি গোলাগুলির ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে।