চীনের পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর এবং অ্যাসোসিয়েট চিফ ফিজিশিয়ান সাও ওয়েই জানিয়েছেন, এখনও পর্যন্ত এমন কোনও তথ্য পাওয়া যায়নি যার থেকে আবহাওয়া এবং করোনাভাইরাসের কোনও সরাসরি যোগসূত্র পাওয়া যেতে পারে।
সাও আরও বলেন, তিন মাসের লাগাতার যুদ্ধের পর অবশেষে চীনে করোনার প্রকোপ প্রায় নেই বললেই চলে। তবে নিশ্চিত হয়ে কিছু বলার আগে আরও এক মাস সময় নেব আমরা।
সোমবার ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চীনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩২১৩। এরমধ্যে ১৪টি মৃত্যু একেবারে সাম্প্রতিক। বিদেশ থেকে আসা ব্যক্তিদের বেজিংয়ে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।