একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বাজার মূলধন ৪২ হাজার কোটি টাকা হারিয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৪২ হাজার ৯৮৩ কোটি ১৮ লাখ টাকায়।
মার্চ মাসের ১৬ তারিখ পর্যন্ত ডিএসইতে ১২ কার্যদিবস লেনদেন হয়েছে। আর এই ১২ কার্যদিবসে বাজার মূলধন ৪৪ হাজার ৯০ কোটি ৭ হাজার ২০০ টাকা বা ১২.৮৫ শতাংশ কমে ১৬ মার্চ দাঁড়িয়েছে ২ লাখ ৯৮ হাজার ৮৯৩ কোটি ১০ লাখ ৯৮ হাজার টাকায়।
অর্থাৎ এই ১২ কার্যদিবসের প্রতি কার্যদিবসে বাজার মূলধন ৩ হাজার ৬৭৪ কোটি ১৭ লাখ ২৫ হাজার ১৬৬ টাকা করে কমেছে।
একই সময়ে সিএসইতে বাজার মূলধন ৪২ হাজার ৯১ কোটি ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা বা ১৫.৩৫ শতাংশ কমেছে।
ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ২ লাখ ৭৪ হাজার ১১০ কোটি ৮৬ লাখ টাকায়। আর মার্চ মাসের ১৬ তারিখ বাজার মূলধন দাঁড়ায় ২ লাখ ৩২ হাজার ১৯ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকা।
অর্থাৎ এ সময়ে প্রতি কার্যদিবসে সিএসই বাজার মূলধন হারিয়েছে ৩ হাজার ৫০৭ কোটি ৫৮ লাখ ৬৩৩ টাকা করে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।