ইতালিতে একদিনে ৪৭৫ মৃত্যু, যুক্তরাজ্যে স্কুল বন্ধ

ইতালিতে একদিনে ৪৭৫ মৃত্যু, যুক্তরাজ্যে স্কুল বন্ধ
মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে ইতালিতে একদিনেই রেকর্ড ৪৭৫ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা তিন হাজারের কাছাকাছি পৌঁছেছে।

প্রাণঘাতী কভিড-১৯ এর সংক্রমণ রুখতে যুক্তরাজ্য বুধবার স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসটি এখন ইউরোপ দাপিয়ে বেড়াচ্ছে। ইতালির পাশাপাশি স্পেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যেও প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

বুধবার পর্যন্ত ইতালিতে কভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭১৩ তে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি।

আক্রান্তদের মধ্যে চার হাজারের সামান্য বেশি রোগী সেরেও উঠেছেন।

ভাইরাস উপদ্রুত লম্বার্দি অঞ্চলেই বুধবার ৩১৯ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এখন পর্যন্ত বিশ্বব্যাপী কভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৫৮ জনে।

পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশ স্কুল, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং গণপরিবহণ ও ধর্মীয় উপাসনালয়সহ যেসব স্থানে লোকসমাগম বেশি থাকে সেগুলোর ওপর নানান ধরনের বিধিনিষেধ দিয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশাধিকারের পাশাপাশি বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক সীমান্তও।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া