ইতালিতে একদিনে ৪৭৫ মৃত্যু, যুক্তরাজ্যে স্কুল বন্ধ

ইতালিতে একদিনে ৪৭৫ মৃত্যু, যুক্তরাজ্যে স্কুল বন্ধ
মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে ইতালিতে একদিনেই রেকর্ড ৪৭৫ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা তিন হাজারের কাছাকাছি পৌঁছেছে।

প্রাণঘাতী কভিড-১৯ এর সংক্রমণ রুখতে যুক্তরাজ্য বুধবার স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসটি এখন ইউরোপ দাপিয়ে বেড়াচ্ছে। ইতালির পাশাপাশি স্পেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যেও প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

বুধবার পর্যন্ত ইতালিতে কভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭১৩ তে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি।

আক্রান্তদের মধ্যে চার হাজারের সামান্য বেশি রোগী সেরেও উঠেছেন।

ভাইরাস উপদ্রুত লম্বার্দি অঞ্চলেই বুধবার ৩১৯ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এখন পর্যন্ত বিশ্বব্যাপী কভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৫৮ জনে।

পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশ স্কুল, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং গণপরিবহণ ও ধর্মীয় উপাসনালয়সহ যেসব স্থানে লোকসমাগম বেশি থাকে সেগুলোর ওপর নানান ধরনের বিধিনিষেধ দিয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশাধিকারের পাশাপাশি বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক সীমান্তও।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না