খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র বন্ধ

খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র বন্ধ
নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

এই সিদ্ধান্তের ফলে আলুটিলা রহস্যময় গুহা, জেলা পরিষদ পার্কসহ পর্যটন কেন্দ্রগুলোতে এখন কেউ যেতে পারবেন না।

বুধবার রাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ফেইসবুক পাতায় এই নিষেধাজ্ঞার খবর আসে।

যোগাযোগ করা হলে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এই তথ্যটি নিশ্চিত করেন।

বুধবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপে জেলা প্রশাসক বলেন, বিদেশি পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আর দেশি পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।

বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রথম রোগী ধরা পড়ার পর জনসমাগমের মতো কর্মসূচি বন্ধ রাখতে বলা হচ্ছিল। ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটিও ঘোষণা করা হয়।
বুধবার দেশে প্রথম কভিড-১৯ রোগীর মৃত্যুর পর দেশজুড়ে অধিকাংশ পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় খাগড়াছড়িতে জেলা প্রশাসককে আহ্বায়ক ও সিভিল সার্জনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

জেলায় ৮০টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ