ন্যাশনাল ব্যাংকের এমডি হিসেবে অনাপত্তি পেলেন আব্দুল বারী

ন্যাশনাল ব্যাংকের এমডি হিসেবে অনাপত্তি পেলেন আব্দুল বারী
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে শাহ সৈয়দ আব্দুল বারীকে তিন মাসের জন্য অনাপত্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম অনাপত্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহ সৈয়দ আব্দুল বারীকে তিন মাসের জন্য অনাপত্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ে তিনি ন্যাশনাল ব্যাংক পরিচালনার দায়িত্ব পালন করবেন এবং ব্যাংকটির পর্ষদ আগামী তিন মাসের মধ্যে স্থায়ী এমডি নির্বাচন করবে।

অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি পেয়ে বুধবারই এমডি হিসেবে যোগদান করেছেন সৈয়দ আব্দুল বারী।

এর আগে সোমবার (২৬ এপ্রিল) এক জরুরি বৈঠকে শাহ সৈয়দ আব্দুল বারীকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের সিদ্ধান্ত নেয় ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ। পর্ষদের এ সিদ্ধান্তটি সেদিনই অনুমোদনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়েছিল। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান মনোয়ারা সিকদার।

ব্যাংকটির এমডি পদ শূন্যতার তিন মাস শেষ হচ্ছে বুধবার (২৮ এপ্রিল)। তার আগেই এ পদের নিয়োগের সিদ্ধান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে নাম পাঠায় ন্যাশনাল ব্যাংক এবং এমডি হিসেবে বুধবার শাহ সৈয়দ আব্দুল বারীকে তিন মাসের জন্য অনাপত্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পদ শূন্য হওয়ার তিন মাসের মধ্যে এমডি নিয়োগ দিতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক সেখানে প্রশাসক নিয়োগ দিতে পারে। এ পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের আগে এমডি নিয়োগের এজেন্ডা নিয়ে ভার্চুয়ালি জরুরি বোর্ড সভা ডাকেন ব্যাংকটির চেয়ারম্যান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি