নতুন সার্কিট ব্রেকার নির্ধারণ নিয়ে আজ লেনদেনের শুরুতে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে তিন দফা পেছানো হয় লেনদেন শুরুর সময়। অবশ্য নতুন সার্কিট ব্রেকার নির্ধারণ করে দুপুর ২টায় শেয়ারবাজারে লেনদেন শুরু হয়ে শেষ হয় আড়াইটায়।
নতুন সার্কিট ব্রেকারের নিয়ম অনুযায়ী, কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হবে শেষ পাঁচ কার্যদিবসের ক্লোজিং প্রাইসের গড় মূল্য দিয়ে। এর নিচে কোনো কোম্পানির শেয়ার দাম নামতে পারবে না। তবে দাম বাড়ার সীমা আগের মতোই থাকবে।
নতুন এই নিয়মে লেনদেন শুরু হলে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট বেড়ে যায়। আর লেনদেন শেষে সূচক বেড়েছে ৩৭১ পয়েন্ট।