বৃহস্পতিবার (১৯ মার্চ) বিএসইসি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, আজ থেকে যেকোন কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে সর্বশেষ ৫ কার্যদিবসের গড় দর দিয়ে। আর ওই দরের নিচে শেয়ারের দাম নামতে পারবে না। তবে দাম বাড়ার সীমা অপরিবর্তিত থাকবে।
উদাহরণস্বরুপ বলা যায়, গ্রামীণফোনের বুধবার লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ২১৯.৫০ টাকায়। তবে সর্বশেষ ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের গড় দর দাড়িঁয়েছে ২৩৮.৮০ টাকায়। এ হিসাবে শেয়ারটি লেনদেন শুরু হবে ২৩৮.৮০ টাকায়। একইসঙ্গে শেয়ারটির দর আগামিতে ২৩৮.৮০ টাকার নিচে নামতে পারবে না।
নির্দেশনা অনযায়ি, লেনদেন শুরুর আগেই গ্রামীণফানের শেয়ার দর আজ ১৯.৩০ টাকা বা ৮.৮৯ শতাংশ বেড়ে দাড়াচ্ছে ২৩৮.৮০ টাকা। গ্রামীণফোনের মতো দেশের প্রায় সব কোম্পানির শেয়ারের চিত্র প্রায় একইরকম যেন লেনদেন শুরুর আগেই প্রায় সব কোম্পানির শেয়ার দরে উত্থান হবে। ফলে মূল্যসূচকে বড় উত্থান ঘটবে। একইসঙ্গে ডিএসইর আজকের ৩৬০৪ পয়েন্টের নিচে যাওয়ার পথ বন্ধ হয়েছে।