এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫৫ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৭৭৫ জনে।
বৃহস্পতিবার (৬ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের ১টি ল্যাবে এক হাজার ৬৫টি নমুনা পরীক্ষায় ১৪১ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ১২০ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৩৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫০ হাজার ৭৭৫ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪০ হাজার ৪৩৬ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ১০৬ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৪০ জনের। যার মধ্যে নগরীর ৪০৬ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৪৩ জন।