এ ঘোষণার আলোকে কোয়ারেন্টিন ছাড়াই এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ করা যাবে। খবর ব্লুমবার্গ।
তবে হংকং থেকে ছেড়ে যাওয়া সব যাত্রীর টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং দুই শহরের যাত্রীদের ভ্রমণের তিনদিনের মধ্যে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে।
এছাড়া যাত্রীদের অবশ্যই করোনার ট্রেসিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
হংকংয়ের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক সম্পাদক অ্যাডওয়ার্ড ইও বলেন, আমাদের উদ্দেশ্য জনগণের ভ্রমণ ও স্বাস্থ্যগত বিষয়টা সমন্বয় করা, যাতে মানুষের ভ্রমণ নিরাপদ ও স্বচ্ছন্দ হয়। তবে প্রথম দিকে কতটি ফ্লাইট চালু হবে সে বিষয়ে কিছু বলা হয়নি।
সিঙ্গাপুরের একজন কর্মকর্তা জানিয়েছেন, যদি ২৬ জুনের মধ্যে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী না হয় তাহলে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।
গত বছর হংকংয়ে করোনার প্রদুর্ভাব বেড়ে যাওয়ার পর থেকে সিঙ্গাপুরের সঙ্গে উড়োজাহাজ যোগাযোগ বন্ধ রয়েছে।