বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামাসের রকেট হামলার নিন্দা জানিয়ে তেল আবিবের পক্ষেই সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে পেন্টাগন প্রধান লয়েড অস্টিন ‘ইসরায়েলের নিজেকে রক্ষার বৈধ অধিকারের’ প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
এদিকে, ফিলিস্তিনের স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আল-জাজিরাকে জানিয়েছে, অব্যাহত বোমা হামলায় ফিলিস্তিনে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৬৭ জনে দাঁড়িয়েছে।
তবে আল-জাজিরার হিসেবে, অন্তত ৬৯ জন নিহত হয়েছে, যার মধ্যে অন্তত ১৭ শিশু ও ৮ নারী রয়েছে।
বুধবারও ইসরায়েল হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছে এবং গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, সংবাদ সংস্থা আল সাফা জানায়, বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা আল কাসসাম বিগ্রেডের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমরা ইসরায়েলজুড়ে আমাদের প্রতিরোধ সম্প্রসারিত করেছি। ফিলিস্তিন রক্ষায় আমরা লড়াই চালিয়ে যাব।