বৃহস্পতিবার (২০ মে) গাজার সরকারি অফিসের বরাত দিয়ে এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত ১৮৪টি আবাসিক ভবন এবং ৩৩টি গণমাধ্যম অফিস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার ক্ষতির পরিমাণ ৯২ মিলিয়ন ডলার।
এ সহিংসতায় গাজায় এক হাজার ৩৩৫টি আবাসিক ইউনিট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া ১৩ হাজার আবাসিক ইউনিট আংশিক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২২ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।
গত ১০ মে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৫ জন শিশুও রয়েছে। অন্যদিকে, ২ শিশুসহ ১২ ইসরায়েলি নিহত হয়েছেন।
প্রসঙ্গত, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুসালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরকে সংযুক্ত করে। তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কখনও স্বীকৃতি পায়নি।