করোনায় ফ্রান্সে আরও ১৮৬ মৃত্যু

করোনায় ফ্রান্সে আরও ১৮৬ মৃত্যু
করোনায় মৃত্যুর মিছিলে ইতালি ও স্পেনের পরপরই এবার ফ্রান্সের নাম আসছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৮৬ জন কোভিড-১৯ রোগী প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৬০ জনে।

একদিনে ইউরোপের উল্লিখিত তিন দেশেই করোনায় ১ হাজার ২২৩ জন প্রাণ হারালেন। ফ্রান্সে ১৮৬ ছাড়াও ইতালিতে মারা গেছেন ৬০২ জন। এছাড়া স্পেনে আরও ৪৩৫ জন রোগীর মৃত্যু হয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলছে, ভাইরাসটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছেই।

ফ্রান্সের সরকারি কর্তৃপক্ষ সোমবার নতুন করে আক্রান্ত ও মৃত্যুর হিসাব দিয়ে বলেছে, একদিনে দেশে মৃত্যুর সংখ্যা বেড়েছে ২৮ শতাংশ। এছাড়া গত তিনদিনের তুলনায় দেশটিতে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। অথচ দেশটি এক সপ্তাহের বেশি সময় ধরে লকডাউন।

সোমবার সংবাদ সম্মেলনে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান বলেন, দেশটিতে এখন করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১৯ হাজার ৮৫৬ জন। যা গতকালের তুলনায় ২০ শতাংশ বেশি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া