তবে সর্দি, জ্বর, কাশি হলেই উদ্বিগ্ন হয়ে পরীক্ষার জন্য ছোটাছুটির প্রয়োজন নেই। কারণ শ্বাসকষ্ট বা নিউমোনিয়া না হলে কিংবা আগের কোনো রোগের জটিলতা না থাকলে ভয়ের কিছু নেই। করোনাভাইরাসে আক্রান্ত ৮০ শতাংশের বেশি মানুষের হাসপাতালে যেতে হয় না, এমনিতেই ভালো হয়ে যায়। তাই জ্বর, সর্দি, কাশির উপসর্গ থাকলেও ধৈর্য ধরে নিজের বা স্বজনদের পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত।
তবে পরিবারে যদি বয়স্ক ব্যক্তি থাকেন, তাঁদের জন্য অবশ্যই শুরু থেকে সতর্ক থাকতে হবে। তাঁদের মধ্যে সামান্য উপসর্গ দেখা দিলেও চিকিৎসককে জানাতে হবে। প্রয়োজনে হাসপাতালে নিয়ে যেতে হবে।
লেখক : ইউজিসি অধ্যাপক ও সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক