করোনা আক্রান্তের ৮০ ভাগ হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই

করোনা আক্রান্তের ৮০ ভাগ হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই
কেবল করোনাভাইরাস নয়, সিজনাল ফ্লু থেকেও জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথার উপসর্গ হয়। ফলে এখন বোঝা মুশকিল, কে কোনটায় আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন। দুটোই ছোঁয়াচে। দেশের বর্তমান পরিস্থিতিতে ঘরে থাকাই এখন নিজের এবং সমাজের অন্যদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। ঘরে থেকে নিয়মিত হাত ধোয়া, হাঁচি, কাশির শিষ্টাচার মেনে চলা, উপসর্গ দেখা দিলে ফোনে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করাতে হাসপাতালে যেতে হবে।

তবে সর্দি, জ্বর, কাশি হলেই উদ্বিগ্ন হয়ে পরীক্ষার জন্য ছোটাছুটির প্রয়োজন নেই। কারণ শ্বাসকষ্ট বা নিউমোনিয়া না হলে কিংবা আগের কোনো রোগের জটিলতা না থাকলে ভয়ের কিছু নেই। করোনাভাইরাসে আক্রান্ত ৮০ শতাংশের বেশি মানুষের হাসপাতালে যেতে হয় না, এমনিতেই ভালো হয়ে যায়। তাই জ্বর, সর্দি, কাশির উপসর্গ থাকলেও ধৈর্য ধরে নিজের বা স্বজনদের পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত।

তবে পরিবারে যদি বয়স্ক ব্যক্তি থাকেন, তাঁদের জন্য অবশ্যই শুরু থেকে সতর্ক থাকতে হবে। তাঁদের মধ্যে সামান্য উপসর্গ দেখা দিলেও চিকিৎসককে জানাতে হবে। প্রয়োজনে হাসপাতালে নিয়ে যেতে হবে।

লেখক : ইউজিসি অধ্যাপক ও সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

আর্কাইভ থেকে

আরও পড়ুন

কাজে লাগান পুরনো টুথব্রাশ
খরচ কমাতে বছরের শুরু থেকেই করুন এই ৫ অভ্যাস
শীতে যে ৪ খাবার বাদ দেবেন না
উৎসবে বাজি-পটকা কতটা ক্ষতিকর?
শীতে কোন সময় গোসল করলে শরীর থাকবে সুস্থ?
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
কাঠবাদামের তেল কতটা উপকারী?
সপ্তাহে ১ দিন শ্যাম্পু করলেই দূর হবে খুশকি
সর্দি-কাশি দূর করার ঘরোয়া উপায়
জাল নোট চেনার সাত উপায়