কাজে লাগান পুরনো টুথব্রাশ

কাজে লাগান পুরনো টুথব্রাশ

দাঁত মাজার ব্রাশ অনেকদিন ব্যবহারে ফেলে দিতে হয়। তবে সবসময় ব্রাশ ফেলে দেওয়ার প্রয়োজন নেই। এগুলো কিছু প্রয়োজনীয় কাজে লাগাতে পারেন।


ইলেকট্রিক গ্যাজেটের যত্নে
কম্পিউটার কিবোর্ড, মোবাইলের কোনা, বা ঘরের কোনো গ্যাজেটের কোনা পরিষ্কার করতে পুরনো ব্রাশ দারুণ কাজের। ইলেকট্রিক এসব গ্যাজেট সহজে সাফ করতে পারবেন পুরোনো ব্রাশ দিয়ে।


চিরুনি পরিষ্কারে
মাথার চুল চিরুনি দিয়ে আঁচড়াতে আঁচড়াতে ময়লা জমে। এই ময়লা সাফ করার জন্য পুরোনো ব্রাশ ব্যবহার করতেই পারেন।


বেসিনের দাগ
ব্রাশ দিয়ে বেসিনের দাগ ঘষে তোলা যায়। অনেকেই জানেন না। বেসিনের দাগ তোলার ক্ষেত্রে এই ব্রাশ কাজের।


আঁকাআঁকি
আঁকিয়েরা আবার টুথব্রাশ আঁকার কাজেও ব্যবহার করেন। এর মাধ্যমে ক্যানভাসে সুন্দরভাবে রং ছিটিয়ে দেওয়া যায়।


চুলের ব্রাশ
হেয়ার ব্রাশ হিসেবে কিন্তু টুথব্রাশ বেশ কার্যকর। যারা চুলে রং করতে পছন্দ করেন তারা এটি ধুয়ে নিয়ে অনায়াসেই ব্যবহার করতে পারেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

কাজে লাগান পুরনো টুথব্রাশ
খরচ কমাতে বছরের শুরু থেকেই করুন এই ৫ অভ্যাস
শীতে যে ৪ খাবার বাদ দেবেন না
উৎসবে বাজি-পটকা কতটা ক্ষতিকর?
শীতে কোন সময় গোসল করলে শরীর থাকবে সুস্থ?
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
কাঠবাদামের তেল কতটা উপকারী?
সপ্তাহে ১ দিন শ্যাম্পু করলেই দূর হবে খুশকি
সর্দি-কাশি দূর করার ঘরোয়া উপায়
জাল নোট চেনার সাত উপায়