কনসার্টের আয়োজক ও মিউজিক কম্পোজার পল উইলিয়ামস বলেন, চলমান মহামারির কারণে বহুদিন ধরে মানুষ বন্দি জীবন-যাপন করছে। তাদের এ বন্দিদশা থেকে সাময়িক মুক্তি দিতেই এ আয়োজন। এর সঙ্গে, টিকাগ্রহণে জনগণকে উৎসাহদানের বিষয়টি তো রয়েছেই!
আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে এই কনসার্ট। টিনেজ বোটলরকেট, মেকওর ও রাটারকিন নামে তিনটি রক ব্যান্ড সেখানে পারফর্ম করবে।
ইতোমধ্যে ১৮ ডলার দিয়ে ২৫০টি টিকিট কিনেছে ব্যান্ড ভক্তরা। তবে টিকাগ্রহণ করেনি, এমন কেউ এখন পর্যন্ত টিকিট সংগ্রহ করেনি।
সূত্র: এবিসি নিউজ