কন্নড় ভারতের সবচেয়ে কুৎসিত ভাষা, বিপাকে গুগল

কন্নড় ভারতের সবচেয়ে কুৎসিত ভাষা, বিপাকে গুগল
কন্নড়কে ভারতের ‘সবচেয়ে কুৎসিত ভাষা হিসেবে’ দেখানোয় টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে ভারতের কর্নাটক রাজ্য সরকার। গুগলের এমন ঘটনা কর্নাটকসহ গোটা ভারতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার গুগল সার্চে ‘ভারতের কুৎসিততম ভাষা’ লেখার পর তার ফলাফল হিসেবে কর্নাটক রাজ্যের দাফতরিক ভাষা কন্নড়কে দেখানো হয়। এরপর কন্নড় ভাষাভাষিসহ গোটা ভারতজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা।

‘কন্নড় ভাষার এমন অপমানে’ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখান কর্ণাটকের রাজনৈতিক দলের নেতারা। রাজ্যের মন্ত্রী অরবিন্দ লিম্বাভলি টুইটে গুগলকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, সার্চ ইঞ্জিনটির ফলাফল কন্নড় ভাষাভাষীদের অপমান করেছে।

অরবিন্দ লিম্বাভলি গুগলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘কন্নড় ভাষার নিজস্ব ইতিহাস আছে। আড়াই হাজার বছরেরও বেশি সময় ধরে এটি টিকে আছে; এই পুরো সময় ধরে এটি কন্নড় ভাষাভাষীদের অহংকার হয়ে আছে।’

কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী এর সমালোচনায় টুইটে বলেন, ‘ কেবল কন্নড়েই নয়, কোনো ভাষাই কুৎসিত হতে পারে না। ভাষার এ ধরনের অপমান বেদনাদায়ক। যে কোনো ভাষার প্রতি এ ধরনের বিদ্বেষে লাগাম টানা কি গুগলের জন্য অসম্ভব?’

তীব্র সমালোচনার মুখে এ সংক্রান্ত সার্চে গুগল বিষয়টি সংশোধন করে ফেলে। পরে বৃহস্পতিবারই মার্কিন এই টেক জায়ান্ট বিবৃতি দিয়ে এই ঘটনাকে ‘ভুল বোঝাবুঝির বিষয়’ হিসেবে অভিহিত করে ‘কারো অনুভূতিতে আঘাত দেওয়ায়’ ক্ষমা প্রার্থনা করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না