সূত্র মতে, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে কোম্পানিটি।
সোমবার (৭ জুন) ঢাকা ব্যাংক লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩ টাকা ৫০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৩ টাকা ৫০ পয়সায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ২ দশমিক ২২ শতাংশ বেড়েছে।
ঢাকা ব্যাংক ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে ব্যাংকটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
এর আগে ২০১৯ সালে ব্যাংকটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
ব্যাংকটির পরিচালকদের নিকট রয়েছে ৪১ দশমিক ১২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৯৩ শতাংশ এবং সাধারন বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৫ দশমিক ৯৫ শতাংশ শেয়ার।