অ্যাকাউন্ট খোলার দশ দিনের মধ্যেই আইপিডিসি গ্রাহককে গিফট কুপন সরবরাহ করবে। তবে কুপন পেতে হলে অ্যাকাউন্ট অবশ্যই বাবার নামে হতে হবে অথবা বাবাকে নমিনি করতে হবে। কুপন ব্যবহারের সময়সীমা কুপনেই উল্লেখ করা হবে।
৫ লাখ টাকা ও এর উপরে যে কোনো পরিমাণ অর্থের ডিপোজিটের জন্য একজন গ্রাহক কেবল একটি কুপন পেতে পারেন। অ্যাকাউন্টে ডিপোজিট রাখতে হবে সর্বনিম্ন এক বছর। এক বছরের মেয়াদী আমানতের জন্য সুদের হার ৫.৭৫% প্রযোজ্য হবে।
অর্থ ডিপোজিট করতে একজন গ্রাহক অনলাইনে অর্থ স্থানান্তর করতে পারেন, অথবা আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বরাবর চেক ইস্যু করতে পারেন। চেক প্রদানের ক্ষেত্রে আইপিডিসি-র প্রতিনিধি গ্রাহকের সুবিধামত সময়ে ও স্থানে স্বাস্থ্যবিধি মেনে চেক সংগ্রহ করবে। গ্রাহক চাইলে আইপিডিসির রিলেশনশিপ ম্যানেজার অনলাইনে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে পারে।
ক্যাম্পেইন প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর হেড অফ রিটেইল বিজনেস সাভরিনা আরিফিন বলেন, “বাবাদের আত্মত্যাগ ও পরিশ্রমকে সম্মান জানাতে এমন একটি অফার নিয়ে আসতে পেরে আইপিডিসি পরিবার অত্যন্ত আনন্দিত। আজীবন সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বাবারা পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ গড়ে তুলেন। প্রিয় বাবার মুখে এক চিলতে হাসি ফুটানোর জন্য সন্তানদের কাছে এই অফার হতে পারে একটি বিশেষ মাধ্যম।”
বাবা দিবসের এই বিশেষ ক্যাম্পেইনটি চলবে ৩০ জুন ২০২১ পর্যন্ত।