ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৪ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। ইতালির পর প্রাণহানিতে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ইউরোপের আরেক দেশ স্পেন। সেখানে ২৪ ঘণ্টায় ৭৬৯ জন মারা গেছে। সব মিলিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে।
শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজারেরও বেশি। মারা গেছেন ২৫ হাজার ৪২৩ জন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। ৯২ হাজার ৯৩২ জন নিয়ে বিশ্বে এই মুহূর্তে করোনায় আক্রান্তের দিক দিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ইতালির মতো চীনেও আক্রান্তের সংখ্যা ৮৬ হাজারের বেশি। অন্তত ১৭৬ টি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।