এ যেন মৃত্যুপুরী, ২৪ ঘণ্টায় ইতালীতে মৃত ৯৬৯, স্পেনে ৭৬৯

এ যেন মৃত্যুপুরী, ২৪ ঘণ্টায় ইতালীতে মৃত ৯৬৯, স্পেনে ৭৬৯
করোনাভাইরাসে একদিনের প্রাণহানিতে ফের রেকর্ড ভেঙেছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে ২৪ ঘণ্টায় ৯৬৯ জন প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এ কথা জানায়। বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে ২২ মার্চ ইতালিতেই একদিনে সর্বোচ্চ ৭৯৩ জনের মৃতের কথা জানানো হয়েছিল। এদিকে স্পেনে ২৪ ঘণ্টায় ৭৬৯ জনের মৃত্যু হয়েছে।

ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৪ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। ইতালির পর প্রাণহানিতে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ইউরোপের আরেক দেশ স্পেন। সেখানে ২৪ ঘণ্টায় ৭৬৯ জন মারা গেছে। সব মিলিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে।

শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজারেরও বেশি। মারা গেছেন ২৫ হাজার ৪২৩ জন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। ৯২ হাজার ৯৩২ জন নিয়ে বিশ্বে এই মুহূর্তে করোনায় আক্রান্তের দিক দিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ইতালির মতো চীনেও আক্রান্তের সংখ্যা ৮৬ হাজারের বেশি। অন্তত ১৭৬ টি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া