এবার আর দোষারোপ নয়, বরং করোনা মোকাবিলায় দক্ষতা দেখানোয় চীনকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন ট্রাম্প।
শুক্রবার এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এইমাত্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে করোনাভাইরাস নিয়ে সবিস্তারে কথা হলো। এটি আমাদের গ্রহের এক বিরাট অংশজুড়ে তাণ্ডব চালাচ্ছে। চীন অনেক ভুগেছে আর ওই ভাইরাস সম্পর্কে অনেক কিছু জানে। আমারা এখন একসঙ্গে কাজ করছি। তাদের প্রতি অনেক শ্রদ্ধা!
গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রে হুঁ হুঁ করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
এদিক থেকে ইতোমধ্যেই চীন-ইতালিকে ছাড়িয়ে গেছে তারা।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৬ হাজারের বেশি, মারা গেছেন ২৯৩ জন।
এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৬৫২ জন, মৃত্যু ১ হাজার ৫৬৭ জনের।