শনিবার টুইটারে নিজেই এই ঘোষণা করেন রতন টাটা। তিনি লেখেন, ‘‘মানবজাতি হিসাবে এই মুহূর্তে কোভিড-১৯ আমাদের সামনে সবচেয়ে বড় সঙ্কট। দেশের প্রয়োজনে টাটা ট্রাস্ট এবং টাটা গ্রুপ অব কোম্পানিজ আগেও এগিয়ে এসেছে। তবে এই মুহুর্তে প্রয়োজনটা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি।’’
টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে নিজের স্বাক্ষর করা একটি লিখিত বিবৃতিও প্রকাশ করেন রতন টাটা। তাতে বলা হয়, মোট পাঁচটি খাতে এই ১৫০০ কোটি রুপির খরচ করা হবে, যে গুলি হল— ক) সামনে থেকে আক্রান্তদের সেবা করছেন যে স্বাস্থ্যকর্মীরা, তাঁদের নিরাপত্তার সরঞ্জাম কিনতে, খ)আক্রান্তের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাঁদের শ্বাসযন্ত্র পরীক্ষার সরঞ্জাম কিনতে, গ) আরও বেশি করে ডাক্তারি পরীক্ষার সরঞ্জাম কিনতে, ঘ) আক্রান্তদের জন্য উন্নত চিকিৎসা পরিকাঠামো গড়তে এবং ঙ) এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের প্রশিক্ষণের ব্যবস্থা করতে।
নোভেল করোনার প্রকোপ রুখতে যে সমস্ত মানুষ নিজের জীবন বাজি রেখে লড়ছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন রতন টাটা।