আশার খবর শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আশার খবর শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনায় (কোভিড-১৯) বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আর এই দুঃসংবাদের মাঝে আশার খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিড-১৯ এর ৪টি ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে বলে জানায় সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস এডানম গ্যাব্রিয়াসাস বলেন, নরওয়ে এবং স্পেনে করোনা আক্রান্তদের ওপর শিগগিরই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। এরপর আরও ৪৫টি দেশ পরীক্ষা চালাবে। আগ্রহ দেখিয়েছে আরও অনেক দেশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, একা কোনও দেশের পক্ষেই কোভিড-১৯ মোকাবেলা করা সম্ভব না। এর জন্য সব দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

শুক্রবার (২৭ মার্চ) রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক।

বিশ্বজুড়ে কারোনায় আক্রান্ত প্রতি ১০ জনের ১ জনই স্বাস্থ্যকর্মী। করোনা আক্রান্তদের চিকিৎসা করার সময় স্বাস্থ্যকর্মী আক্রান্তের বিষয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্ত প্রতি ১০ জনের ৬ জন এবং মৃত প্রতি ১০ জনের ৭ জনই ইউরোপে।

সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৭ হাজারের বেশি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১ হাজার ৪৭৮ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া