8194460 দুই সপ্তাহের কঠোর লকডাউনে সিডনি - OrthosSongbad Archive

দুই সপ্তাহের কঠোর লকডাউনে সিডনি

দুই সপ্তাহের কঠোর লকডাউনে সিডনি
করোনার ভয়ঙ্কর ডেল্টা ভ্যারিয়েন্ট ঠেকাতে এবার দুই সপ্তাহের কঠোর লকডাউনে অস্ট্রেলিয়ার সিডনি। স্থানীয় সময় শনিবার রাত থেকে শুরু হবে এ লকডাউন। লকডাউনের আওতায় পড়ছে সিডনিসহ আশপাশের ব্লু মাউন্টেন, সেন্ট্রাল কোস্ট ও ওলংগং অঞ্চল। শনিবার এমনটা জানিয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান রাজ্য নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান। বিধিনিষেধ আরোপের পরও সংক্রমণ ঠেকানো না যাওয়ায় এর আগে এক সপ্তাহের লকডাউনে ছিল শহরটি। যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল দুই জুলাই। এর মাঝে আবারও লকডাউন বাড়ালো নিউ সাউথ ওয়েলস প্রশাসন।

সম্প্রতি সিডনিতে ৮০ জনের বেশি মানুষের শরীরে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এরপরই নড়েচড়ে বসে নিউ সাউথ ওয়েলস প্রশাসন। শুরুতে দেয়া হয় সাধারণ বিধিনিষেধ, পরে এক সপ্তাহের লকডাউন। এখন তা বাড়িয়ে করা হয়েছে দুই সপ্তাহের কঠোর লকডাউন।

আগামী ৯ জুলাই পর্যন্ত সবাইকে লকডাউন মেনে চলার আহ্বান জানান নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান। তিনি জানান, সিডনি ও আশপাশে প্রায় পাঁচ মিলিয়ন মানুষের বসবাস। সবার নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে সবাইকে সঠিকভাবে লকডাউন মানার আহ্বান জানিয়েছেন নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী।

সিডনি পুলিশ বলছে, মানুষকে লকডাউন মানাতে গাড়িগুলোতে আলাদা নাম্বার প্লেট ব্যবহার করা হবে। যাতে করে কে কতবার বের হয়েছে তার হিসাব রাখা যায়।

সূত্র: বিবিসি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না