সম্প্রতি সিডনিতে ৮০ জনের বেশি মানুষের শরীরে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এরপরই নড়েচড়ে বসে নিউ সাউথ ওয়েলস প্রশাসন। শুরুতে দেয়া হয় সাধারণ বিধিনিষেধ, পরে এক সপ্তাহের লকডাউন। এখন তা বাড়িয়ে করা হয়েছে দুই সপ্তাহের কঠোর লকডাউন।
আগামী ৯ জুলাই পর্যন্ত সবাইকে লকডাউন মেনে চলার আহ্বান জানান নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান। তিনি জানান, সিডনি ও আশপাশে প্রায় পাঁচ মিলিয়ন মানুষের বসবাস। সবার নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে সবাইকে সঠিকভাবে লকডাউন মানার আহ্বান জানিয়েছেন নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী।
সিডনি পুলিশ বলছে, মানুষকে লকডাউন মানাতে গাড়িগুলোতে আলাদা নাম্বার প্লেট ব্যবহার করা হবে। যাতে করে কে কতবার বের হয়েছে তার হিসাব রাখা যায়।
সূত্র: বিবিসি