করোনার মধ্যে নগদ সঞ্চয় বেড়েছে ভারতে

করোনার মধ্যে নগদ সঞ্চয় বেড়েছে ভারতে
করোনার মধ্যেও ভারতে নগদ টাকায় সঞ্চয় বেড়েছে। ২০১৮-১৯ সালে ভারতের মানুষ ২ দশমিক ৭৮ লাখ কোটি রুপি নগদে সঞ্চয় করেছিলেন। ২০১৯-২০ অর্থবছরে তার পরিমাণ মোটামুটি একই ছিল, ২ দশমিক ৮৩ লাখ কোটি রুপি। কিন্তু করোনার বছরে ২০২০-২১ অর্থবছরের প্রথম ৯ মাসেই ভারতীয়দের নগদ সঞ্চয় ৩ দশমিক ১৬ লাখ কোটি রুপি দাঁড়িয়েছে।

কেন এভাবে নগদে টাকা জমানোর পরিমাণ বাড়ছে, দেশটির অর্থ মন্ত্রণালয় বা আর্থিক উপদেষ্টাদের কাছে এখনো তেমন ব্যাখ্যা নেই।

তবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত বছরে দেখা গেছে, সঞ্চয়ের পরিমাণ কমেছে। গত বছরের মার্চ-এপ্রিলে করোনা ধাক্কায় লকডাউন জারি হয়। রুটিরুজি নিয়ে অনিশ্চয়তার জেরে মানুষ সাবধানতাবশত বেশি করে সঞ্চয় করতে শুরু করেন। লকডাউনের জেরে বাজারহাট বন্ধ থাকায়, অপ্রয়োজনীয় খরচ না হওয়ার ফলেও তা বেড়েছিল। তারপর লকডাউন উঠলে খরচ হয়েছে। সর্বোপরি মানুষের আয় কমে যাওয়ার ফলেও সঞ্চয়ে টান পড়েছে। কিন্তু নগদে টাকা রাখার প্রবণতা কেন বাড়ছে, তার স্পষ্ট উত্তর মেলেনি। তা হলে নোট বাতিল করে লাভ কী হয়েছিল, জবাব নেই তারও।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতের মানুষের মোট সম্পদের মধ্যে এখন নগদের পরিমাণ ২৫ দশমিক ৪৭ লাখ কোটি রুপি। অর্থ মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা ইকোনমিক টাইমসকে বলেন, পিপিএফ ও স্বল্প সঞ্চয়ে সুদের হার হ্রাস পাওয়ায় করোনার মধ্যে অনেক মানুষ শেয়ারবাজারে বিনিয়োগ করতে শুরু করেছেন। তাঁরা অবশ্যই আয়ের দিক থেকে ওপরের সারিতে থাকা মানুষ। সেই তুলনায় নিচের সারিতে থাকা আমজনতা বা দারিদ্র্যসীমা থেকে উঠে আসা মানুষই সম্ভবত নগদে বেশি টাকা জমাচ্ছেন।

মোদি সরকার ক্ষমতায় এসে সবার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলতে উদ্যোগী হয়। এখন গরিব মানুষ কেন ব্যাংকে টাকা না রেখে বাড়িতে নগদ জমাচ্ছেন, তারও উত্তর নেই অর্থ মন্ত্রণালয়ের কাছে। সূত্র: ইকোনমিক টাইমস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না