বুধবার (৩০ জন) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর আগে প্রথম দফায় ৫৪১ জন ও দ্বিতীয় দফায় ৭ শতাধিক নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার ও নন ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত নয় এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) পদে সুপারিশের ফলাফল প্রকাশ করা হয়েছে।
নন-ক্যাডার পদে নিয়াগে (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে এবং নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে সুপারিশপ্রাপ্ত নয় এমন প্রার্থীদের মধ্য থেকে সংশ্লিষ্ট নিয়োগবিধিতে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ৩৮তম বিসিএসে অর্জিত মেধাক্রম, কোটা ও সংশ্লিষ্ট পদ ও পদগুলোর নিয়োগবিধির ভিত্তিতে কমিশনের ৩০ জুনের বিশেষ সভায় মোট এক হাজার ১৩৯ জন প্রার্থীকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) পদে নিয়াগের জন্য সাময়িকভাবে কমিশন সুপারিশ করেছে।
উল্লেখ্য, ৩৮ তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীর সংখ্যা ছয় হাজার ১৭৩ জন। তন্মধ্যে নন-ক্যাডার পদে সুপারিশের জন্য আবেদনকারী প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার ৩২।
এর আগে ৩ দফায় নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে নিয়োগের জন্য এক হাজার ৭৬৩ জনকে সুপারিশ করা হয়েছিল। পিএসসি কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের চারটি ক্যাটাগরিতে ৩২৩ জনসহ সর্বমোট ৪৩ ক্যটাগরির এক হাজার ১৩৯টি পদের জন্য সুপারিশ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।