গত মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৫ দশমিক ৯ শতাংশ

গত মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৫ দশমিক ৯ শতাংশ
স্বাভাবিক ধারায় ফিরে আসতে শুরু করেছে মার্কিন অর্থনীতি। অর্থনৈতিক কার্যক্রম চলতে শুরু করায় গত জুনে কর্মসংস্থানে ভালো প্রবৃদ্ধি হয়েছে। অবশ্য কর্মসংস্থান বাড়লেও বেকারত্বের হারে খুব বেশি প্রভাব পড়েনি। দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জুনে বেকারত্বের হার ৫ দশমিক ৯ শতাংশ।

দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, গত মাসে নিয়োগকর্তারা ৮ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছেন, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। পানশালা, রেস্তোরাঁ, খুচরা ও শিক্ষায় নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে সবচেয়ে বেশি। বিভিন্ন খাতে এখনো ৯৩ লাখেরও বেশি শূন্যপদ রয়েছে। তবে নতুন কর্মীদের আগ্রহী করতে ম্যাকডোনাল্ডস ও চিপটলের মতো কোম্পানিগুলো তাদের ন্যূনতম মজুরি বাড়িয়েছে। জুনে প্রতি ঘণ্টায় গড় উপার্জন শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মে মাসে যা বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। যদিও জুনে যুক্ত হওয়া অর্ধেকেরও বেশি চাকরি অবসর এবং আতিথেয়তায় খাতে হয়েছে। তবে এখনো করোনা–পূর্ববর্তী অবস্থায় ফিরতে পারেনি এই দুই খাত।

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, ‘এই পরিসংখ্যানকে আমাদের অর্থনীতিকে ১০০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সংকট থেকে বের করে আনার ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি বলা যায়।’ গত শুক্রবার তিনি আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এখন পর্যন্ত তিন কোটি কর্মসংস্থান সৃষ্টি করেছি, যা আগে কেউ করে দেখাতে পারেনি। আধুনিক ইতিহাসের যেকোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি।’

বিশ্লেষকেরাও বলছেন, কর্মসংস্থান পরিসংখ্যান নির্দেশ করছে যে পুনরুদ্ধার ভালো হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না