পর্তুগালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
পর্তুগালের রাজধানী লিসবনে বাইসাইকেল চালানো অবস্থায় দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়া মিজানুর রহমান মিজান (২৮) মারা গেছেন।

স্থানীয় সময় সোমবার (৫ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় দেশটির সান্তা মারিয়া হাসপাতালে তার মৃত্যু হয়।

গত ১৯ জুন দুপুর ১টায় লিসবনের আলকান্ত্রা নামক স্থানে ফুড ডেলিভারির কাজে কর্মরত অবস্থায় নিজস্ব ইলেকট্রিক বাইসাইকেলের ব্রেকের তার ছিঁড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে আহত হয়ে দুই হাত এবং এক পা ভেঙে যায় সেই সাথে মাথায় আঘাত পেয়ে কোমায় গত ১৭ দিন থাকার পর লিসবনের সান্তা মারিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করে।

পেশায় সে রাইড শেয়ারিংয়ের অ্যাপস ভিত্তিক খাদ্য ডেলিভারি উবার এবং ভোল্টে কাজ করতেন। মিজানুর রহমান ২০২০ সালে পর্তুগালে আসেন, তার দেশের বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমার মোঘলা বাজার।

মিজানের মৃত্যুতে লিসবনসহ পুরো পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবাসীরা শোকাহত, সেই সঙ্গে মরহুমের আত্মার শান্তি কামনা পূর্বক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পর্তুগালের বিভিন্ন কমিউনিটির ব্যক্তরা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা