এই ত্রাণ সামগ্রির একেকটি প্যাকেটে রয়েছে, ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ লিটার তেল, ১ কেজি লবন, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম গুড়, ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার ও ২ টি হাত ধোয়ার সাবান। এছাড়াও একজন মানুষের যা প্রয়োজন তা বিতরণ করেছে সংগঠনটি।
সংগঠনটির সেচ্ছাসেবকেরা দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছে এআইএম স্কুল মেরাদিয়ার সকল শিক্ষার্থীর জন্য। তাদের স্বাস্থ্যসেবা থেকে খাদ্য জোগাড় পর্যন্ত সব করছে। এই করোনা মোকাবিলার জন্য যা করা দরকার সব ব্যবস্থা নিচ্ছে সংগঠনটি।
সংগঠনটির এই নিরলস প্রচেষ্টা আরও সফল করতে বিভিন্ন সহৃদয় ব্যক্তি ও দাতা গোষ্ঠীকে এদিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। কোনো সহৃদয়বান ব্যক্তি সংগঠনটিকে সাহায্য করতে চাইলে নিচের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
সাহায্যের জন্য ডোনেট করুন নিম্নোক্ত বিকাশ নাম্বারে
বিকাশ ব্যক্তিগত একাউন্ট:
+8801925238322,
+8801671310601,
+8801714877978
রেফারেন্সে ডোনারের নাম Add করে দিবেন অথবা, নম্বরটিতে ফোন দিয়ে Confirm করবেন!
পেপ্যালঃ tahiya945@gmail.com