দুই মাসের মধ্যে লাভজনক প্রতিষ্ঠান হবে ইভ্যালি

দুই মাসের মধ্যে লাভজনক প্রতিষ্ঠান হবে ইভ্যালি
আগামী ২ মাসের মধ্যে লাভজনক প্রতিষ্ঠান হবে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি।

বৃহস্পতিবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এমন মন্তব্য করেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ।

ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, ‘‘ই-কমার্সে টেকসই পরিবেশ তৈরির জন্য আমাদের সরকারকে ধন্যবাদ জানাই।’’

ই-কমার্স ইস্যুতে সদ্য গৃহীত বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি। গ্রাহক পণ্যের সরবরাহ বুঝে পাওয়ার পরই ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সেই পণ্যের মূল্য পাবে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইভ্যালি ।

তিনি আরও জানান, ই-কমার্স দেশের অর্থনীতির দ্রুত সম্প্রসারণ ব্যাপক ভূমিকা রাখতে পারে। আপনি ইতোমধ্যে প্রমাণ পেয়েছেন যে, পণ্য ক্রয়ের ছাড়টি একমাত্র কারণ নয়। সুবিধামতো সর্বোত্তম দামে পণ্য পাওয়াই ইকমার্সের লক্ষ্য।

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, আমাদের ওপর গ্রাহকের আস্থা এবং বিশ্বাসই আমাদের পথচলার প্রেরণা। আর সেই বিশ্বাসের বন্ধনকে আরও শক্তিশালী করতে এবং গ্রাহকের ই-শপিং অভিজ্ঞতায় নতুন মাত্রা দিতেই আমরা নিয়ে এসেছি টি১০ ক্যাম্পেইন।

জানা যায়, ইভ্যালির টি১০ ক্যাম্পেইন চলবে প্রতি শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে। এই ক্যাম্পেইনের আওতায় যে কোনো পণ্য বা সেবার মূদ্রিত মূল্যের মাত্র ১০ শতাংশ অগ্রিম পরিশোধ করে আর বাকি মূল্য ক্যাশ অন ডেলিভারিতে (সিওডি) পরিশোধ করা যাবে। আর ডেলিভারি পাওয়া যাবে মাত্র ১০ দিনের মধ্যেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি