ফ্রান্সে ভারত সরকারের ২০ সম্পত্তি বাজেয়াপ্ত

ফ্রান্সে ভারত সরকারের ২০ সম্পত্তি বাজেয়াপ্ত
তেল বাবদ বকেয়া কর না দেওয়ায় ফ্রান্সের আদালতের মাধ্যমে প্যারিসে থাকা ভারত সরকারের ২০টি সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্রিটিশ তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানি কেয়ার্ন এনার্জি। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১১ জুন ফ্রান্সের একটি আদালত কেয়ার্ন এনার্জিকে ভারত সরকারের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল। আজ বুধবার সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সম্পত্তি বাজেয়াপ্ত করে কেয়ার্ন।

কেয়ার্ন এনার্জির বকেয়া কর মামলায় সুদ ও খরচ মিলিয়ে ১৭২ দশমিক ৫ কোটি ডলার দেওয়ার জন্য গত ডিসেম্বরে ভারত সরকারকে নির্দেশ দিয়েছিল নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল। যার বিরুদ্ধে আবেদনও জানিয়েছিল দিল্লি।

সালিশি আদালতের সেই নির্দেশ অনুযায়ী ভারত সরকারকে তাদের প্রাপ্য অর্থ মেটানোর জন্য বারবার হুঁশিয়ার করছিল কেয়ার্ন। একই সঙ্গে তেল সংস্থাটি জানিয়েছিল, তাদের বকেয়া অর্থ না মেটালে বিদেশে ভারতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করা হবে।

জব্দের অধিকার পাওয়া বেশিরভাগ সম্পত্তি ফ্ল্যাট। প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত এই ফ্ল্যাটগুলো ভারত সরকারের বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। ওই সম্পত্তিগুলোর দখল পেতে ফ্রান্সের আদালতে আবেদন করেছিল কেয়ার্ন এনার্জি।

ফ্রান্স ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস এবং আরও তিনটি দেশে মামলা করে কেয়ার্ন। ভারত সরকার সেই বকেয়া অর্থ মেটাতে ব্যর্থ হওয়ায় ফ্রাসের আদালত ভারত সরকারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয়।

যে ২০টি ভারতীয় সম্পত্তি জব্দের অধিকার কেয়ার্নকে এনার্জি পেয়েছে, তার বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ ডলার (২ কোটি ইউরো) বলে এ বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া