দায়িত্ব হস্তান্তর করে আফগানিস্তান ছাড়লেন মার্কিন জেনারেল

দায়িত্ব হস্তান্তর করে আফগানিস্তান ছাড়লেন মার্কিন জেনারেল
প্রায় ২০ বছর পর আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর শীর্ষ জেনারেলদের স্থানান্তর শুরু হয়ে গেছে। এর মধ্যেই দীর্ঘদিন ধরে আফগানিস্তানে দায়িত্ব পালন করা শীর্ষ মার্কিন জেনারেল অস্টিন স্কট মিলার গত সোমবার পদত্যাগ করেছেন। খবর বিবিসির।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তানে সামরিক অভিযান বন্ধ হবে। তার এই ঘোষণার পরেই মিলারের পদত্যাগের খবর সামনে এলো।

বাইডেনের বেঁধে দেয়া সময়সীমার মধ্যেই যুক্তরাজ্যসহ অন্যান্য ন্যাটোভূক্ত দেশগুলো তাদের প্রায় সব সামরিক বাহিনীর সদস্যকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করা শুরু করে দিয়েছে।

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যেই ন্যাটো বাহিনীর সব সদস্যের আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ফলে দীর্ঘ দুই দশক পর দেশটি ছাড়ছে বিদেশি সেনারা। তবে ন্যাটোর সদস্যরা আফগানিস্তান ছাড়তে শুরু করার মধ্যেই দেশটির বিভিন্ন স্থানে তালেবানের হামলা বেড়ে গেছে। এমনকি আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলের দখল নিতে শুরু করেছে তালেবান।

সোমবার একটি সাধারণ অনুষ্ঠানে জেনারেল মিলার অন্য দুই মার্কিন জেনারেলের কাছে তার দায়িত্ব হস্তান্তর করেন। তিনি বলেন, আমার বিদায় জানানোটা গুরুত্বপূর্ণ। সে সময় আফগানিস্তানের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আবেগঘন মিলার বলেন, আমাদের কাজ ভুলে যাওয়ার নয়।

দীর্ঘ সময় ধরে সফলতার সঙ্গে আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর হয়ে কাজ করেছেন জেনারেল মিলার। এটাকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় বলে উল্লেখ করেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না