সোমবার (১২ জুলাই) বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও ফরাসি ডাক বিভাগের সহায়তায় এই ডাকটিকিট অবমুক্ত করা হয়।
ফরাসি ডাক বিভাগের সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির ডাক টিকিট প্রকাশনা বিভাগের পরিচালক গিলে লিবচিটজ এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন যৌথভাবে ডাকটিকিটটি অবমুক্ত করেন।
দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু আজীবন বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে তাদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার রাজনৈতিক আদর্শ, জীবন দর্শন বিশ্বের স্বাধীনতাকামী জনগোষ্ঠির কাছে পৌঁছে দিতে দূতাবাসের চলমান উদ্যোগের এটি অন্যতম।
এসময় গিলে লিবচিটজ বলেন, এ কাজের সাথে সম্পৃক্ত হওয়ায় তারাও বঙ্গবন্ধুর মতো একজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে, তার জীবনাদর্শ সম্পর্কে বিশদভাবে জানতে পেরেছেন।
এ ডাকটিকিট ফরাসি জনগণের কাছে বাংলাদেশের জাতির পিতাকে আরও সুপরিচিত করতে একটি বিশেষ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।