ইরাকে করোনা হাসপাতালে আগুনে ৫০ জনের মৃত্যু

ইরাকে করোনা হাসপাতালে আগুনে ৫০ জনের মৃত্যু
ইরাকে করোনা বিশেষায়িত হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইরাকের দক্ষিণের শহর নারিসিয়া আল হুসেইন হাসপাতালের সোমবার রাতে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আইসোলেশন ওয়ার্ডে। ৭০ শয্যাবিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডটি মাত্র তিন মাসে আগে যাত্রা শুরু করেছিল।

স্থানীয় একজন স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘সোমবার রাতে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই। এরপর হাসপাতালে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার সময় হাসপাতালের ভেতরে অন্তত ৬৩ জন মানুষ ছিলেন।’

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদেমি এই হাসপাতালের প্রধানকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন।
হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরা ইতোমধ্যে বিক্ষোভ শুরু করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তারা পুলিশের দুটি গাড়িতে আগুন দিয়েছেন।

ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবুসি টুইট বার্তায় বলেছেন, ‘প্রাণ বাঁচাতে এটা এক বিরাট ব্যর্থতা। এখন যত দ্রুত সম্ভব এই মারাত্মক বিপর্যয় আমাদের কাটিয়ে উঠতে হবে।’

গত এপ্রিলে বাগদাদের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে ৮২ জনের মৃত্যু হয়।

টানা গৃহযুদ্ধের পর করোনাভাইরাস মহামারিতে ইরাকের সার্বিক অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, দেশটিতে ১৪ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে মারা গেছেন ১৭ হাজার মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৪ কোটি মানুষের দেশে দশ লাখ মানুষকে এক ডোজের টিকা দিতে পেরেছে ইরাক সরকার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না