প্রণোদনা প্যাকেজের ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ

প্রণোদনা প্যাকেজের ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ
করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সরকারঘোষিত প্রণোদনা প্যাকেজের যথাযথ ব্যবহার নিশ্চিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার এবং বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় দেয়া ঋণ যথাযথ খাতে ব্যবহার হচ্ছে না। কিছু কিছু ঋণ ব্যবহার হচ্ছে অনুৎপাদনশীল খাতে। আবার কোনো কোনো ক্ষেত্রে সেই ঋণ দিয়ে গ্রাহকের বিদ্যমান অপর ঋণের দায় সমন্বিত হচ্ছে।’

জারিকৃত নির্দেশনায় আরও বলা হয়, ‘প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে ঋণের সদ্ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করতে হবে। পাশাপাশি প্রণোদনা প্যাকেজের আওতায় দেয়া ঋণ যাতে অনুৎপাদনশীল খাতে ব্যবহার না হয়, সে লক্ষ্যে বিতরণকৃত ঋণের সদ্ব্যবহারের বিষয়টি অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের মাধ্যমে যাচাই করে নিশ্চিতের পরামর্শ দেয়া হলো।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো