তিনশ’ কোটি টাকা প্রণোদনা চাইলেন আইনজীবীরা

তিনশ’ কোটি টাকা প্রণোদনা চাইলেন আইনজীবীরা
করোনার কারণে আদালত বন্ধ ঘোষণা হওয়ায় আইনজীবীদের একটি অংশ অর্থনৈতিক সমস্যার সম্মুখীন। এ কারণে তাদের জন্য সরকারকে ৩শ’ কোটি টাকার আর্থিক প্রণোদনা তহবিল গঠনের জন্য প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব পাঠিয়েছেন মানবাধিকার ও পরিবেশবাদী আইনজীবীদের সংগঠন এইচআরপিবি’র প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ। শুক্রবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার মাধ্যমে (ভার্চুয়াল) এ প্রস্তাবনা পাঠানো হয়েছে।

প্রস্তাবনায় এ্যাডভোকেট মনজিল মোরসেদ উল্লেখ করেন, আইন পেশায় ৫৫ হাজারের বেশি ব্যক্তি নিয়োজিত। এর মধ্যে একটি অংশ জুনিয়র হিসেবে কাজ করছে এবং সাধারণত সিনিয়রের প্রতিদিনের দেয়া অর্থই তাদের একমাত্র অবলম্বন। আদালত বন্ধ থাকায় তারা তা থেকে বঞ্চিত হচ্ছেন। জুনিয়রশিপ শেষ করে যারা নিজে প্র্যাকটিস শুরু করেন তাদের কয়েক বছর সামান্য আয়ের ওপর চলতে হয়।

কোর্ট বন্ধ থাকায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে বিভিন্ন বারে প্র্যাকটিসরত একটি বড় অংশ তাদের রেগুলার ইনকামে চলতে হয়। আদালত বন্ধ থাকার কারণে তাদেরও অর্থনৈতিক সমস্যায় পড়তে হয়েছে।

তিনি প্রত্যাশা করেন যে, দেশের হাজার হাজার আইনজীবীর জন্য অন্যান্য পেশার মতোই সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের কর্মসূচি প্রণয়ন করা হবে। তিনশ’ কোটি টাকার আর্থিক প্রণোদনা তহবিল গঠন করে প্রত্যেক জুনিয়র-ক্ষতিগ্রস্ত আইনজীবীকে ১ লাখ টাকা করে বিনাসুদে প্রদান এবং ২০২১ সালে ৪ কিস্তিতে এ টাকা পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

থাইল্যান্ডে সিকদার পরিবারের ১৩৩ কোটি টাকার সম্পদ অবরুদ্ধের আদেশ
এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরান হত্যা মামলায় গ্রেফতার
দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ পৃথক করলো সরকার
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান
ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যানের পরিবারের ১৪৬ হিসাব খতিয়ে দেখবে দুদক
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ
হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ
শেখ হাসিনার বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ