মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৩ জন, নেত্রকোনা, গাজীপুরের ও পাবনার একজন করে রয়েছেন।
শুক্রবার (১৩ আগস্ট) সকালে হাসপাতালের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা পজিটিভ অবস্থায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের সুখরঞ্জন (৬৫), আব্দুল সালাম (৭৫), মুক্তাগাছা উপজেলার মমতা বেগম (৪৫), ফুলবাড়ীয়া উপজেলার হাসিনা বেগম (৬০), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আয়েশা (৬৫) এবং পাবনা সদরের অন্তিমা সরকার (৬৫)।
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার হলেন- ময়মনসিংহ সদরের হাসিনা খাতুন (৬৫), মফিজুল ইসলাম (৬০), তারাকান্দার ইস্রাফিল (৫৫), গফরগাঁওয়ের রানুজা আক্তার (৫০), সোহরাব (৮০), ফুলবাড়ীয়ার আজিজুল হক (৯০), ধোবাউড়ার মমেনা (৪০), গৌরীপুরের হযরত আলী (৫৪), ভালুকার শাহনাজ জামান (৪৫) এবং গাজীপুর শ্রীপুরের রোকসানা (৫৫)।
হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ভর্তি রোগী সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯৬ জন। এছাড়া আইসিউতে ২২ জন চিকিৎসাধীন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন।
এদিকে, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭১টি নমুনা পরীক্ষায় ১৮২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। শনাক্তের হার ১৬ দশমিক ৯৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৮৫৬ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৭৯ জন।