আগস্ট জুড়ে জাতীয় শোক দিবস পালন করবে ব্র্যাক ব্যাংক

আগস্ট জুড়ে জাতীয় শোক দিবস পালন করবে ব্র্যাক ব্যাংক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে ব্র্যাক ব্যাংক আগস্ট মাস জুড়ে জাতীয় শোক দিবস পালনের পরিকল্পনা করেছে। ১৫ই আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ এ বছর তার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী পালন করেছে। তাঁর স্মরণে ব্র্যাক ব্যাংক তার ১৮৭টি ব্রাঞ্চেই এবং ঢাকার তেজগাঁও-এ প্রধান কার্যালয়ে শোক ব্যানার লাগিয়েছে। ব্যানারগুলি পুরো আগস্ট মাস জুড়েই থাকবে।

বঙ্গবন্ধু ও ১৫ই আগস্ট ১৯৭৫-এ নিহত তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্র্যাক ব্যাংক তিনটি পৃথক দোয়া মাহফিলের আয়োজন করে। দেশের সর্ববৃহৎ এসএমই নেটওয়ার্ক, ব্রাঞ্চ নেটওয়ার্ক এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই তিনটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়াও কর্মীদের জন্য মঙ্গলবার (১৭ই আগস্ট) একটি ভার্চুয়াল আলোচনা সভা আয়োজন করবে ব্র্যাক ব্যাংক। প্রথম ফিচার-দৈর্ঘ্যের অ্যানিমেটেড চলচ্চিত্র 'মুজিব আমার পিতা'-এর সোহেল মোহাম্মদ রানা ছবিটি তৈরির সময় বঙ্গবন্ধুর ওপর তার করা ব্যাপক গবেষণা থেকে লব্ধ জ্ঞান এই অনুষ্ঠানে আলোকপাত করবেন।

এর আগে ১৬ই আগস্ট সকালে ব্যাংকটির ৩০১তম পরিচালনা পর্ষদ সভা এবং সন্ধ্যায় অনুষ্ঠিত ২০২১ সালে বছরের প্রথমার্ধ্বের আর্নিংস ডিস্ক্লোজার অনুষ্ঠান শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। পর্ষদ সভায় বঙ্গবন্ধুর বীরত্বপূর্ণ জীবন নিয়েও আলোচনা করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা।

এছাড়া বঙ্গবন্ধুর সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্নের প্রতি সম্মান জানাতে ব্র্যাক ব্যাংক গাজীপুরে তার নিজস্ব জমিতে আগস্ট মাসে ২০০ গাছের চারা রোপণ করবে। ব্যাংকের কার্ডহোল্ডারদেরও ক্ষুদেবার্তা পাঠিয়ে গাছ লাগাতে উৎসাহিত করেছে ব্র্যাক ব্যাংক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন