সোমবার (১৬ আগস্ট) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন শ্রম ও কর্মসংস্থান সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. এহছানে এলাহী। এর আগে গত ১৮ জুলাই শ্রম ও কর্মসংস্থান সচিব কে এম আব্দুস সালামকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে বদলি করা হয়।
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. মশিউর রহমান পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব নিয়োগ পেয়েছেন। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মো. রেজাউল আহসান।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) হয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব নাহিদ রশীদ। নাহিদ রশীদকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দেয়া হয়েছে।
কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা সত্যব্রত সাহাকে গত ২৯ জুলাই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে ২ আগস্ট তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।