কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৫

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৫
গত ২৪ ঘণ্টায় ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পৃথক সংঘর্ষে ৫ গেরিলা নিহত হয়েছেন। এর মধ্যে বারামুল্লা জেলার সোপোরে এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জন ও শ্রীনগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই জন নিহত হয়।

মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিবারুদ উদ্ধার করেছে। কাশ্মীর জোনের পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন, চলতি বছরে পুলিশ একশর বেশি সন্ত্রাসীকে হত্যা করেছে। খবর দ্য ডনের।

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফলে গত ২৪ ঘণ্টায় পাঁচজন এবং গত ছয় দিনে ১০ জন সন্ত্রাসী নিহত হলো।

জম্মু-কাশ্মীরে ২০২১ সালে এ পর্যন্ত মোট ১০৭ সন্ত্রাসী নিহত হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ সোপোরে এলাকার মোবাইল ইন্টারনেট পরিসেবা বন্ধ করা হয়েছে এবং বাডগাম ও বারমুল্লার মধ্যে ট্রেন পরিষেবাও স্থগিত করা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, সোমবার সকালে আব্বাস শেখ এবং তার সহযোগী সাকিব মঞ্জুর শহরের আলোচিবাগ এলাকায় পুলিশের সঙ্গে এক এনকাউন্টারে নিহত হয়েছে।

কাশ্মীর জোনের পুলিশ মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, আমরা এলাকায় তাদের উপস্থিতি সম্পর্কে অবগত ছিলাম। সাধারণ পোশাকে থাকা পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে এলাকাটি ঘিরে ফেলে এবং সন্ত্রাসীদের চ্যালেঞ্জ জানায়। এ সময়ে সন্ত্রাসীরা তাদের ওপরে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলিবর্ষণ করলে দুজনেই নিহত হন।

এর পর একই দিনে কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও তিন গেরিলা যোদ্ধা নিহত হন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না