উদ্বোধন করা হলো ‘বাংলাদেশ বিনিয়োগ পুস্তিকা ২০২১’

উদ্বোধন করা হলো ‘বাংলাদেশ বিনিয়োগ পুস্তিকা ২০২১’
বাংলাদেশকে নরডিক বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরতে ‘বাংলাদেশ বিনিয়োগ পুস্তিকা ২০২১’ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই); বাংলাদেশে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন দূতাবাসের সহযোগিতায় এই বিনিয়োগ পুস্তিকাটি প্রকাশ করা হয়।

সোমবার (৩০ আগস্ট) ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ খাতের উপদেষ্টা সালমান এফ রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। নরডিক চেম্বারের সভাপতি তাহরিন আমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার সুভেন্ডসেন প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশকে নরডিক বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরা হয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ যে অর্থনৈতিক অগ্রগতি করেছে, তার ওপর ভিত্তি করে এখানে বিস্তৃত সুযোগের ওপর জোর দেওয়া হয়। এ সময় বক্তারা দেশে নরডিক বিনিয়োগ আকর্ষণের জন্য সামগ্রিক ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন নিয়েও আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ খাতের উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘সরকার বুঝতে পেরেছে যে সহজে ব্যবসা করার সূচকে বাংলাদেশের অবস্থান আরও ভালো হতে পারে। গত বছরে, বিশ্বব্যাংকের ইজ অব ডুয়িং বিজনেস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০টি সংস্কারক দেশের মধ্যে ছিল। আমরা ২০২২ সালের মধ্যে এ তালিকায় উল্লেখযোগ্য উন্নতির লক্ষ্য নিয়েছি।’

বাংলাদেশে নরডিক দূতাবাসের পক্ষে বক্তব্য দেন নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার সুভেন্ডসেন। তিনি বলেন, ‘বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের অসংখ্য সাফল্যের কাহিনি প্রমাণ করে যে দেশটি প্রকৃতপক্ষে ব্যবসার ক্ষেত্রে সুযোগের দেশ, যা সঠিক দিকনির্দেশনা দিয়ে আয়ত্ত করা যায়। আমরা আশা করছি যে এই বুকলেট বিনিয়োগের ক্ষেত্রে ব্যবধান কমাতে অবদান রাখবে এবং বাংলাদেশকে নরডিক কোম্পানিগুলোর জন্য একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরবে।’

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম বলেন, ‘বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীসহ স্টেকহোল্ডারদের সহায়তা করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে এনবিআর। আমরা প্রতিনিয়ত হালনাগাদ করছি এবং ব্যবসায়ী সম্প্রদায়ের চাহিদা পূরণের জন্য ডিজিটাইজেশন গ্রহণ করছি। দেশের অর্থনীতি শক্তিশালী ও স্থিতিশীল রয়েছে, যা নরডিক বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ