সেসময় হাসপাতালের অন্যান্য রোগীদের সমস্যা হওয়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রবাসীদের সেখান থেকে সরিয়ে দেন। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ করেন। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়েও বিক্ষোভ করেন।
এবিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক গণমাধ্যমে বলেন, ‘আমরা কোনো প্রবাসীকেই আজকে প্রথম ডোজ টিকা দেওয়ার জন্য এসএমএস দেইনি। আজ যারা এসেছেন, তাদের পূর্বের অন্য তারিখে টিকা নেওয়ার দিন ছিল। তখন তারা বিভিন্ন কারণে আসতে পারেনি। এখন তারা এসে টিকা নিতে চাচ্ছেন। কিন্তু আমরা দিতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘আমাদের এখানে প্রথম ডোজ সিনোফার্ম আছে। আমরা তাদেরকে সিনোফার্ম টিকা নিতে অফার করেছি। যারা থাইল্যান্ড এবং ওমান প্রবাসী- তারা সিনোফার্মের টিকা নিতে পারবেন। আর যাদের অ্যাস্ট্রাজেনেকার, ফাইজার ও মডার্না না নিলে চলবে না- তাদেরকে আমরা খোঁজ রাখতে বলেছি। সরকার এগুলো যখন চালু করবে, তখন তারা এলে আমরা টিকা দিতে পারব।’