তাই এখন বলতে গেলে ট্যাক্সিচালকরা রুফটপ গার্ডেনের নতুন সংজ্ঞাই দেখাচ্ছেন। বাঁশের খাঁচায় কালো প্লাস্টিক দিয়ে তারা বাগান বানিয়েছেন। ওই বাগানে কাজ করতে দেখা গেল ট্যাক্সি ইউনিয়নের দুই সদস্যকে।
[caption id="attachment_84046" align="alignnone" width="800"] ছবি: সংগৃহীত[/caption]
এলাকাটিতে গাড়ি রাখা হলেও এখন পুরো অঞ্চলটিকে একটি ছোট আর্ট ইনস্টলেশনের মতো দেখাচ্ছে। এর মাধ্যমেই চালকরা করোনাকালে তাদের সমস্যা সম্পর্কে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন।
কোম্পানির অন্যতম মালিক থাপাকর্ন আসওয়ালার্টকুন বার্তা সংস্থা এএফপিকে বলেন, অনেক যানবাহনের এখনও বড় ধরনের ঋণ বাকি আছে।
[caption id="attachment_84048" align="alignnone" width="800"] ছবি: সংগৃহীত[/caption]
তিনি বলেন, ‘‘ছাদের উপরে সবজি চাষ করলে ট্যাক্সির কোনো ক্ষতি হবে না কারণ সেগুলোর বেশিরভাগই ইতোমধ্যে মেরামত করার পরেও নষ্ট হয়ে আছে। ইঞ্জিনগুলো নষ্ট, টায়ার সমতল। তাই এটিই আমাদের শেষ বিকল্প।’’
করোনাকালে উপার্জন বন্ধ হওয়ায় অনেক চালক নিজ গ্রামে ফিরে গেছেন। দ্বিতীয় ঢেউ তাদের সমস্যা আরও বাড়িয়ে তুলেছে।
প্রসঙ্গত, গাড়ির ছাদে সবজি বাগান শুধু প্রতিবাদ নয়, কঠিন এ সময়ে তাদের খাওয়ার উপায়ও।