বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এই সাক্ষাৎ হয়। এফবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ব্রাজিলের পর নেপালকে দ্বিতীয় শীর্ষ সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত। বলেন, জলবিদ্যুৎ ও পণ্য বাণিজ্যে বাংলাদেশ ও নেপালের বিপুল সম্ভাবনা রয়েছে। এই খাতে বাংলাদেশিদের উদ্যোক্তারাও বিনিয়োগ করতে পারেন। জটিল শর্তের কারণে উভয় দেশের পণ্য বাণিজ্য ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এফবিসিসিআইয়ের সহসভাপতি নেপালকে বাংলাদেশ থেকে আলু আমদানির আহ্বান জানান। এ ছাড়া বাংলাদেশে নেপালি অনেক শিক্ষার্থীর মেডিকেলে পড়ার বিষয়টি উল্লেখ করে তিনি সেই দেশে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাবনা জানতে চান। জবাবে রাষ্ট্রদূত বলেন, কাঠমান্ডু ছাড়া অন্যান্য শহরে মেডিকেল কলেজ স্থাপনের সুযোগ রয়েছে।