বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারে আগ্রহী নেপাল

বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারে আগ্রহী নেপাল
বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারে পুনরায় আগ্রহ প্রকাশ করেছে নেপাল। আন্তর্জাতিক পণ্য বাণিজ্যের ক্ষেত্রে কলকাতা বন্দর ব্যবহারে নানা জটিলতা থাকার কথা উল্লেখ করে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বানশিধর মিশ্র জানান, বাংলাদেশের বন্দর ব্যবহার করতে আগ্রহী তাঁর দেশ।ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বানশিধর মিশ্র এ কথা বলেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এই সাক্ষাৎ হয়। এফবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ব্রাজিলের পর নেপালকে দ্বিতীয় শীর্ষ সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত। বলেন, জলবিদ্যুৎ ও পণ্য বাণিজ্যে বাংলাদেশ ও নেপালের বিপুল সম্ভাবনা রয়েছে। এই খাতে বাংলাদেশিদের উদ্যোক্তারাও বিনিয়োগ করতে পারেন। জটিল শর্তের কারণে উভয় দেশের পণ্য বাণিজ্য ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এফবিসিসিআইয়ের সহসভাপতি নেপালকে বাংলাদেশ থেকে আলু আমদানির আহ্বান জানান। এ ছাড়া বাংলাদেশে নেপালি অনেক শিক্ষার্থীর মেডিকেলে পড়ার বিষয়টি উল্লেখ করে তিনি সেই দেশে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাবনা জানতে চান। জবাবে রাষ্ট্রদূত বলেন, কাঠমান্ডু ছাড়া অন্যান্য শহরে মেডিকেল কলেজ স্থাপনের সুযোগ রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর