শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সু চির আইনজীবী খিন মং জ এ তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে চারটি মামলার শুনানি চলছে।
এর মধ্যে করোনার বিধিনিষেধ লংঘন, অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে।
বিচারে সেনা সরকারের পক্ষে রায় এলে তাকে আমৃত্যু কারাগারে থাকতে হতে পারে। গত ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।
এরপর থেকে গৃহবন্দি আছেন সাবেক সরকারি দলের নেতা সু চি। সু চির আইনজীবী জানান, আগামী ১ অক্টোবর থেকে মামলার শুনানি শুরু হবে।
প্রত্যেকটি অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৫ বছর করে কারাদণ্ড হতে পারে। এএফপি।