দেশের ৪৯৩টি উপজেলায় এই ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার স্থাপনের লক্ষ্যে বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং ঐক্য ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।
বিসিক এবং ঐক্য ফাউন্ডেশন বাংলাদেশের সিএমএসএমই খাতের উন্নয়নে এবং দেশব্যাপী সিএমএসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সরাসরি ও ডিজিটাল মাধ্যমে বিক্রি ও বাজারজাতকরণের লক্ষ্যে একযোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় বিসিক এবং ঐক্য ফাউন্ডেশন এই কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনলাইনে (ভার্চুয়ালি) যুক্ত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এছাড়া ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং), বিশিষ্ট নারী নেত্রী শাহীন আকতার রেনী অনলাইনে যুক্ত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান। বিসিকের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সচিব মো. মফিদুল ইসলাম এবং ঐক্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অপু মাহফুজ।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, সিএমএসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনে সব ধরনের সহযোগিতা শিল্প মন্ত্রণালয় ও বিসিকের পক্ষ থেকে দেওয়া হবে। তিনি বিসিক ও ঐক্য ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানান।
ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং) শাহীন আকতার রেনী বলেন, “আমাদের সকল পরিকল্পনা এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মধ্য দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ‘ভিশন ২০৪১’ বাস্তবায়নে অবদান রাখতে পারবো বলে আমি আশাবাদী। আমাদের এই পথচলায় অংশীদার হওয়ার জন্য আমি বিসিক-কে আন্তরিক ধন্যবাদ জানাই।”