সোমালিয়ার প্রেসিডেন্ট ভবনের কাছে বোমা হামলা, নিহত ৮

সোমালিয়ার প্রেসিডেন্ট ভবনের কাছে বোমা হামলা, নিহত ৮
সোমালিয়ার প্রেসিডেন্ট প্যালেসের কাছে একটি চেক পয়েন্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

স্থানীয় সময় শনিবার (২৫ সেপে্টম্বর) এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

হামলার ঘটনার পর এক বিবৃতিতে, জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

এদিকে, জেলা পুলিশের প্রধান মুকাওয়ি আহমেদ মুডে সাংবাদিকদের জানান, ওই হামলায় আরও ৭ জন আহত হয়েছেন।

দেশটির পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদেন হাসান সাংবাদিকদের জানান, হামলাকারীদের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট প্যালেস। বোমা হামলায় এক সেনা সদস্যসহ আটজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, হামলার জন্য আল-শাবাব দায়ী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া