গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২
গাজীপুরের পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতদের মধ্যে একজন হলেন- গাজীপুরের ফাউগান এলাকার ইউনুস আলীর ছেলে শাহিদুল ইসলাম (৩৫)। অপরজনের পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভাওয়াল এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে রোববার রাত ১১টার দিকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়েন শাহিদুল ইসলাম। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে রোববার রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। তিনিও ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। নিহতের পরনে জিন্স প্যান্ট ও সাদা রঙের শার্ট রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট